কিভাবে লগিন এবং সাইন আপ পেইজের লোগো পরিবর্তন করবেন

লগিন এবং এডমিন সাইন আপ পেইজে WordPress তার নিজস্ব লোগো ব্যবহার করে থাকে। কিন্তু এটি পরিবর্তন করা ফরয হয়ে পড়ে যখন আপনি সাইটের ব্রান্ডিং নিয়ে কাজ করেন। হ্যাঁ আপনি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই লোগো পরিবর্তন করে ফেলতে পারেন। এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে লগিন এবং সাইন আপ পেইজের লোগো পরিবর্তন করবেন কোডিং/প্লাগিনের মাধ্যমে।

লগিন পেইজ ঠিক নিচের মত দেখতে হয়ঃ

যা নির্দেশ করে WordPress কে। হ্যাঁ, আপনি নিজের লোগো দিয়ে তা পরিবর্তন করতে পারেন।

লগিন এবং সাইন আপ পেইজের লোগো পরিবর্তন

PHP FUNCTION:

নিচের php function টি ব্যবহার করে খুব সহজেই লগিন এবং সাইন আপ লোগো পরিবর্তন করা যাবে। নিচের কোডটি কপি করুন এবং আপনার থিমের functions.php ফাইলে পেস্ট করুন। এক সেকেন্ড  url  টি পরিবর্তন করে আপনার লোগোর সঠিক পথ বাতলে দিন। (বুঝতে অসুবিধা হলে মন্তব্য করুন)

function my_login_logo_one() { ?> <style type="text/css"> body.login div#login h1 a { background-image: url(https://localhost/wordpress/one.jpeg);  //Add your own logo image in this url padding-bottom: 30px; } </style> <?php } add_action( 'login_enqueue_scripts', 'my_login_logo

_one' );ne' );

কোন রকম এডিটের আগে অবশ্যই ফাইলটির একটি Backup রাখবেন। সঠিকভাবে সবকিছু করতে পারলে আপনার লগিন এবং সাইন আপ পেইজের লোগো পরিবর্তন হয়ে যাবে ।

WordPress প্লাগিনের মাধ্যমে লগিন এবং সাইন আপ পেইজের লোগো পরিবর্তন

Uber login logo প্লাগিনের মাধ্যমে আপনি কাজটি করতে পারেন। ধাপ গুলো লক্ষ্য করুন।

প্লাগিনের এপিঠ ওপিঠ জানুন

  1. প্লাগিন ইন্সটল এবং একটিভ করুন।
  2. Dashboard >> Settings >> Uber Login Logo তে গেলে নিচের মত ছবি দেখতে পাবেন। আপলোড ইমেইজ বাটনে ক্লিক করুন এবং ব্যাস কাজ শেষ।

দেখে নিন কিভাবে প্লাগিন ইন্সটল করবেন

শেষমেষ

আশা করি এই আর্টিকেল আপনাদের উপকারে আসবে। আপনি জেনে গেলেন কিভাবে wordpress লগিন এবং সাইন আপ পেইজের লোগো পরিবর্তন করতে হয়।

আপনার যেকোনরকম সাজেশন আমাদের সাথে শেয়ার করতে পারেন।