
ওয়েবসাইট তৈরির পর আমরা প্রথমেই যে জিনিসটার উপর গুরুত্ব দেই তা হলো ভিজটির। ভিজিটর ই মূলত একটি ওয়েবসাইটের প্রান। এর আগে আমরা ওয়েবসাইটে টার্গেটেড ট্রাফিক বৃদ্ধি করার ৫টি কার্যকারী উপায় সম্পর্কে জেনেছি। আজকে আমরা ওয়েবসাইটে ভিজিটর বাড়ানো এবং ভিজিটর ধরে রাখার কয়েকটি অব্যার্থ উপায় সম্পর্কে জানবো।